
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামীলীগ, সকল সহযোগি সংগঠন, বীব মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে কর্ণঝোড়া দাখিল মাদরাসা মাঠে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন। সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগ আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান তরুণ নেতা এডিএম. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায়, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম।
এসময় সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান, খড়িয়াকাজির চর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরিদ, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, গড়জরিপা ইউপি চেয়ারম্যান এম এ জলিলসহ ঝিনাইগাতী ও শ্রীবরদীর আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি পেশার কয়েক সহস্রাধিক ভোটার উপস্থিত ছিলেন।