শেরপুরের শ্রীবরদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ সোমেম্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় আইন শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র আবু সাঈদ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সিএনজি মালিক সমিতির সভাপতি আবু জাফর, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন প্রমুখ।