শ্রীবরদীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
এসময় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার নুরুল আমিন, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন, আবু জাফর, রানিশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, সাংবাদিক রেজাউল করিম বকুল, ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ।