শেরপুরের শ্রীবরদীতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সীমান্তে চোরাচালান ও মাদকসহ বিভিন্ন বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। এসময় বক্তব্য রাখেন, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায়, উপজেলা মৎস কর্মকর্তা সাইদুর রহমান, কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প কমান্ডার মানিক উদ্দিন, ডা. মাহমিমা ইসলাম শিখা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল আল আমিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আসাদুল্লাহ বিল্লাল,এসএম জুবায়ের হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।