রানি শিমুল ইউনিয়নের বিল ভরট গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩, শ্রীবরদী-ঝিনাইগাতি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান রাজা অসহায় দুস্থ্য শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল করে যাচ্ছেন। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা শীত উপেক্ষা করে মিজানুর রহমান রাজা ও তার সহধর্মীনি ফারহানা ইয়াছমিন প্রেমা মানব সেবার প্রত্যয় নিয়ে প্রতিদিন গভীর রাতে নির্বাচনী এলাকার হতদরিদ্র, অসহায় দুস্থ্য শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে কম্বল বিতরণ করে মানব সেবার দৃষ্টান্ত স্থাপন করছেন। তিনি ব্যক্তি তহবিল থেকে দুই হাজার হতদরিদ্র, অসহায় দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি তার নিজ গ্রাম শ্রীবরদীর বিলভরট গ্রাম হতে কম্বল বিতরণ শুরু করেছেন। পর্যায় ক্রমে বরইকুচি, হাতিবর, বালিজুরি, তাওয়াকুচা,বাকাকুড়া, ধানশাইল, রাংটিয়া, দুধনই, কুড়িকাহনিয়া, শ্রীবরদী উত্তর বাজার, মাদারপুরসহ সীমান্তবর্তী পাহাড়ী জনপদে রোববার রাত পর্যন্ত ৫ শতাধিক কম্বল বিতরণ করেছেন। চলতি শীত মৌসুমে শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন গ্রামের ২ হাজার হতদরিদ্র, অসহায় দুস্থ্য শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে কম্বল বিতরণ করার পরিকল্পনা করেছেন। এনিয়ে মিজানুর রহমান রাজার সাথে কথা হলে তিনি বলেন, মানব সেবাই আমার এক মাত্র উদ্দেশ্য। যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন মানব সেবায় নিয়োজিত থাকবো। এতে আমি অনেক আনন্দবোধ করি।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।