বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনাভাইরাস জনিত কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্রদের মাঝে শেরপুরের শ্রীবরদী অফিসার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি নিলুফা আক্তারের উপস্থিতিতে ২ শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সকল ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবন, সেমাই, চিনি ও সাবান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা নির্বাচন অফিসার এন.এম সাজ্জিল সাদিক, পল্লী দারিদ্র কর্মকর্তা মতিউর রহমান, তথ্য সেবা কর্মকর্তা মৌরী আক্তার ও জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আলামিন।