শেরপুরের শ্রীবরদী খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে খাদ্য বিভাগ শ্রীবরদী’র আয়োজনে ধান, চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস, খাদ্য গুদাম কর্মকর্তা বোরহান উদ্দিন, রাইস মিল মালিক ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান বেলায়েত হোসেন, রাইস মিল মালিক আবু ছালেহ, শহিদুল ইসলাম ও আল-আমিন।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানাগেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৮০ জন মিল মালিকের সাথে ৫ শত ৮৭ মেট্রিক টন চাল ক্রয়ের চুক্তি করা হয়েছে। প্রতি কেজি ৪০ টাকা হিসাবে ৬ শত ৩০ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।