শেরপুরের শ্রীবরদীর ঝগড়ার চর আদর্শ বিদ্যালয়ের গাছ অবৈধভাবে বিক্রির লিখিত অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে এলাকার সচেতন মহলের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বিদ্যালয় পরিচালনা কমিটির বিনা অনুমতিতে ২৩ নভেম্বর ঝগড়ার চর তিনানী পাড়া গ্রামের কাঠ ব্যবসায়ী উকিল মিয়া বিদ্যালয়ের জায়গার ১০ টি এনট্রি কড়ই গাছ কেটে নিয়ে স্থানীয় করাতকলে রেখে দিয়েছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এনিয়ে বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য সুজন মিয়া ও মোজাম্মেল হক উকিল মিয়াকে গাছ কাটার কারণ জানতে চাইলে সে বলে এটা আপনাদের জানার বিষয় না, তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির নিকট গিয়ে জানতে পারেন। এনিয়ে ওই সদস্যদ্বয় সভাপতির নিকট গাছ কাটার কারণ জানতে গিয়ে সঠিক কোন উত্তর পাননি। এব্যাপারে ওই সদস্যরা বাদী হয়ে ২৬ নভেম্বর বিকালে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের নিকট লিখিত অভিযোগ দিয়েছে। এনিয়ে প্রধান শিক্ষক মাহফুজ বিএসসি’র সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমি এখন ব্যস্ত আছি। পরে আপনার সাথে কথা বলবো। ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ভেলুয়া ইউপি চেয়ারম্যান হামিদুল হক শাহজাহানের সাথে কথা হলে তিনি বলেন, ঝড়ে ভেঙ্গে যাওয়া ৭টি গাছ রেজুলেশনের মাধমে ৩ হাজার টাকা বিক্রি করা হয়েছে। তবে অভিযোগকারী ওই সদস্যদ্বয় রেজুলেশনের কথা অস্বীকার করে বলেন, কোন রেজুলেশন বা আমাদের সাথে কোন প্রকার পরামর্শও করা হয় নাই।
শেরপুর টাইস/ বা.স