শেরপুরের শ্রীবরদীতে সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশের দায়ে আকিদুল ইসলাম (২৮) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার রানীশিমুল ইউনিয়নের খারামোরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ভারতের আসাম রাজ্যের উত্তর মানকেরচর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক আকিদুল ইসলামকে আটক করা হয়। পাসপোর্ট না থাকায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।