শেরপুরের শ্রীবরদীতে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার নওশেদ আলীর ছেলে অটোচালক উজ্জলের (৪০) বিরুদ্ধে। আজ বিকেলে শ্রীবরদী উপজেলার শংকরঘোষ এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
ধর্ষণের স্বীকার ওই শিক্ষার্থীর পরিবারের দাবী, মা-বাবা ধান কাটার জন্য ধান ক্ষেতে গেলে বাড়িতে লোক না থাকায় কৌশলে উজ্জল ওই শিক্ষার্থীকে পেছন থেকে মুখ চেপে ধরে হাত বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায় উজ্জল। পরে স্থানীয়রা ওই শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য ভর্তি করে। এ ঘটনায় সন্ধ্যায় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন ও ধর্ষণের স্বীকার ওই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান। এসময় তিনি বলেন, একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভিকটিমের পরিবার। ঘটনার সঙ্গে জড়িত উজ্জলকে গ্রেফতারের চেষ্টা চলছে।