শ্রীবরদীতে বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য তত্ত্বাবধায়ক জেলা সদর হাসপাতাল শেরপুর মর্গে প্রেরণ করেছে।
শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার গোশাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামের বুলবুল মাস্টারের সেচ মেশিন ঘরের ১০/১৫ হাত সামনে কাঁচা রাস্তার উপর সকাল ৬টার দিকে গ্রাম বাসি লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে লাশ উদ্ধার করে সুরুত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য তত্ত্বাবধায়ক জেলা সদর হাসপাতাল শেরপুর মর্গে প্রেরণ করেছে। শ্রীবরদী থানার পুলিশ উপ-পরিদর্শক আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।