করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে সুবিধা বঞ্চিত শ্রমজীবি মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে শেরপুরের অন্যতম রিটেল চেইন শপ মিমোজা পরিবার।
শনিবার (২১ মার্চ) দুপুরে শহরেরর নিউমার্কেট এলাকায় রিক্সাওয়ালা সহ নানা শ্রমজীবি মানুষের মাঝে বিনামূল্যে শতাধিক মাস্ক বিতরণ করে প্রতিষ্ঠানটি।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে করোনা ভাইরাসের লক্ষণ জানিয়ে স্থানীয়দের সচেতনেতা সৃষ্টি করে মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রতিষ্ঠানটির ম্যানেজার রিয়াজ উদ্দিন রাব্বীসহ অন্যান্য কর্মকর্তারা।
এব্যাপারে মিমোজা রিটেইল চেইন শপের স্বত্তাধিকারী জাকির হোসেন বাচ্চু জানান, সারাপৃথিবীর মত আমাদের দেশেও করোনা ভাইরাস অপ্রতিরোধ্য ভাবে এগিয়ে যাচ্ছে । সেই সুত্র ধরে আমাদের প্রাণের শেরপুরও শংকামুক্ত না তাই আমাদের যতটুকু সার্মথ আছে তাই নিয়ে শ্রমজীবি মানুষের পাশে দাড়াতে চেষ্ঠা করছি।