শেরপুরের ঝিনাইগাতীতে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সুমন মিয়া (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্দিগাঁও গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুই মাস পুর্বে কোনাগাঁও গ্রামের মিষ্টার আলীর মেয়ে মিষ্টি আক্তারের সাথে সুমনের বিয়ে হয়। গত বুধবার (৫ অক্টোবর) সুমন মিয়া তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে সুমন মিয়া অন্যান্যদের সাথে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন। অন্যরা গোসল করে বাড়িতে এসে সুমন মিয়াকে না পেয়ে বাড়ির লোকজন তাকে পুকুর পাড়ে খুঁজতে যায়। এসময় পুকুরের পানিতে সুমন মিয়ার মৃতদেহ ভেসে উঠে। পরে বাড়ির লোকজন সুমন মিয়ার লাশ উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।