ন্যাপ (মোজাফ্ফর) কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. নজরুল মজিদ বেলাল আর নেই। মঙ্গলবার রাত নয়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজেউন)।
তিঁনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী ও শেরপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ বেলালের বড় ভাই নজরুল মজিদ বেলাল রাজনীতির পাশপাশি ঢাকা উইমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিঁনি ক্ষমতাসীন ১৪ দলের সমন্বয় কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।