সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কি থাকছে এ নিয়ে সভা করেছে শেরপুর জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার (১ আগস্ট) বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা শাখার চকবাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। এসময় উপস্থিত আওয়ামীলীগের সহযোগি সংগঠনের প্রতিনিধিদের যৌথ সর্বসম্মতিক্রমে শোকাবহ আগস্ট মাসব্যাপী কি থাকছে তা গৃহিত হয়েছে।
৮ আগস্ট (বৃহস্পতিবার) ১৫ আগস্ট উপলক্ষে শেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে চরপক্ষীমারী ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ। ৯ আগস্ট (শুক্রবার) ১৫ আগস্ট উপলক্ষে শেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বেতমারী খাসপাড়া গ্রামে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ। ১০ আগস্ট (শনিবার) ১৫ আগস্ট উপলক্ষে শেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে কামারেরচর ইউনিয়নের ৬নং ও ৭! চরে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ।
১৪ আগস্ট (বুধবার) শেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচী ও জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শোক র্যালি ও থানামোড়ে শোক সভা। ১৫ আগস্ট (বৃহস্পতিবার) সূর্য্যদয়ের সাথে সাথে চকবাজারস্থ দলীয় কার্যালয়ৈ কালো পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন ও সরকারি প্রোগ্রামে যোগদান। শেরপুর সদর উপজেলা আওয়ামলীগের আয়োজনে ১৪ ইউনিয়নে দোয়া মাহফিল, শোক সভা, ও গণভোজ। এতে দায়িত্ব পালন করবেন জেলার নেতৃবৃন্দ। ১৭ আগস্ট (শনিবার) বাংলাদেশ তাঁতীলীগ শেরপুর জেলা শাখার উদ্যোগে মৌন মিছিল ও শোক সভা।
১৮ আগস্ট (রবিবার) বাংলাদেশ মৎসজীবীলীগ শেরপুর জেলা শাখার উদ্যোগে শোক র্যালি ও শোক সভা। ১৯ আগস্ট (সোমবার) ১৫ আগস্ট উপলক্ষে শেরপুর সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে রৌহা ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ। ২০ আগস্ট (মঙ্গলবার) ১৫ আগস্ট উপলক্ষে শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগ ও জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বলাইরেচর ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ।
২১ আগস্ট (বুধবার) বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উপর ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে শোক র্যালি ও ডিসি মোড়ে শোক সভা। ২৩ আগস্ট (শুক্রবার) শেরপুর জেলা শ্রমিকলীগের উদ্যোগে শোক র্যালি ও শোক সভা।
২৬ আগস্ট (সোমবার) স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএর যৌথ উদ্যোগে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প। ২৯ আগস্ট (বৃহস্পতিবার) শেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক চন্দন কুমার সাহার সার্বিক দায়িত্বে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করে সকল মন্দিরে বিশেষ প্রার্থনা। ৩০ আগস্ট (শুক্রবার) শেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সমাপনী শোক র্যালি ও শোক সভা।
আর আগস্ট মাসব্যাপী এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস বিষয়ে গণসচেতনা কর্মসূচী অব্যাহত থাকবে।