রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে সব হারিয়ে বস্তিবাসীর আশ্রয় এখন আরামবাগ ঈদগাহের খোলামাঠ। আগুনের হাত থেকে ঘড় বাড়ি রক্ষা করতে না পারলে আসবাবপত্রের খানিকটা সড়াতে পেরেছে হাতেগোনা কয়েকটি পরিবার।
তীব্র রোদ্রে খোলা আকাশের নিচে হতাশা নিয়ে বসে থাকতে দেখা গেছে ক্ষতিগ্রস্থদের। প্রত্যকের চোখেমুখেই ছিলো আর্তনাদ আর আতংকের ছাপ। আলেয়া বেগম নামের এক মহিলা আগুনে সব পুরিয়ে যতটা না চিন্তিতো তার থেকে বেশি কান্নায় ভেঙ্গে পরেছে ১০ বছরের এক মাত্র সন্তানকে না পেয়ে।
আব্দুল হাই বলেন, আমাদের সব শেষ হয়ে গিয়েছে, আমরা নিঃস্ব হয়ে গিয়েছি। রিকসা চালাইয়ে কিছু আসবাবপত্র কিনেছিলাম সেগুলোও আজ পুরে ছাই হয়ে গেলো।
এদিকে, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে বস্তিবাসীরা।