ভিয়ারিয়ালকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ৭৭ মিনিট পর্যন্ত প্রতিপক্ষের চাপে কোণঠাসা হয়েছিল দলটি। শেষ মুহূর্তে জ্বলে উঠে জয়ের পথ দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড। রোনালদোর গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন জেডন স্যানচো। প্রথম দেখায় ভিয়ারিয়ালের মাঠে রোনালদোর শেষ মুহূর্তের গোলেই জিতেছিল ইউনাইটেড।
এর মধ্য দিয়ে ছন্দহারা দলকে বার বার উৎরে দিচ্ছেন পর্তুগীজ তারকা।
প্রথমার্ধে বিবর্ণ ইউনাইটেডের একটি প্রচেষ্টাই ছিল লক্ষ্যে, রোনালদোর সেই হেড ছিল গোলরক্ষক বরাবর। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে তাদের আরেকটি প্রচেষ্টা থাকে লক্ষ্যে, তবে পরিণতি একই। ফ্রেদের শটে বল সরাসরি যায় গোলরক্ষক জেরোনিমো রুলির হাতে।
৭৭ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগে এগিয়ে যায় ইউনাইটেড। এতিয়েনে কাপুর উদ্দেশ্যে দুর্বল পাস দিলেন রুলি। পাশে ফ্রেদের চ্যালেঞ্জে ঠিকমতো বল পায়ে নিতে পারলেন না কাপু। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান পর্তুগিজ তারকা।
এ নিয়ে চলতি আসরে ৬ গোল করলেন রোনালদো।
৮৩তম মিনিটে সুবর্ণ সুযোগ পান রোনালদো। তবে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষকের ওপর দিয়ে আলতো শট নিলেও দূরের পোস্ট ঘেঁষে বল চলে যায় বাইরে।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন স্যানচো। জোরালো শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড। ইউনাইটেডে যোগ দেওয়ার পর এটাই তার প্রথম গোল।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ভিয়ারিয়াল।