সারাদেশের ন্যায় সামাজিক দূরত্ব বজায় রেখে শেরপুরের সকল মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। সকল মসজিদে নামাজ শেষে বিশ্বকে মহামারি করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করা হয়।
সকাল ৯টায় শেরপুর এসআর জামে মসজিদে মসল্লিদের সাথে নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক। উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল-মামুনসহ আরও অনেকে।
পরে তিনি তার গ্রামের বাড়ি তারাকান্দিতে তার বাবা-মার কবর জিয়ারত করেন। ফেরার পথে শেরপুর সদর থানার সকল কর্মকর্তাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সৌজন্যে সাক্ষাত করেন।