শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের তিনদিন পর আইয়ুব আলী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ দুপুরে উপজেলার তাতিহাটি নয়াপাড়া এলাকার পোড়াগড় খাল থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। আইয়ুব আলী ওই এলাকার মৃত. টুংরা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত তিনদিন আগে বন্যার পানিতে মাছ শিকার করতে আইয়ুব আলী বাড়ি থেকে বের হয়। পরে বাড়ি না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুজি করলেও তার কোন খোঁজ পায়নি। আর বাড়ি ফিরেনি।
আজ দুপুরে স্থানীয় হুদার বাড়ির পাশে পোড়াগড় খালে আইয়ুবের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।