দ্বিতীয় ধাপে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের পরিষদ নির্বাচন আগামীকাল। নির্বাচনকে কেন্দ্র করে আজ দুপুর থেকে কঠোর নিরাপত্তার মাধ্যমে প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সকল সরঞ্জাম।
এবার ১৪টি ইউনিয়নের মধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আ’লীগের প্রার্থী জয়ী হয়েছেন। তাই ১১টি ইউনিয়নে ১৫০টি ভোট কেন্দ্রে ৭৩৪টি ভোট কক্ষের মাধ্যমে ২লাখ ৪৯হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার শেরপুর টাইমসকে জানিয়েছেন, সদরের ইউপি নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে পর্যাপ্ত আনসার, পুলিশ, র্যাব ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কোন কেন্দ্রে কেউ যদি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।