আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী হতে চান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা। শনিবার (২৭ মে) বিকেলে ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন তিনি। ওই সংবাদ সম্মেলনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় শেরপুর-৩ আসন থেকে প্রার্থীতা ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে নাছরিন বেগম ফাতেমা বলেন, ‘আমি ১৯৯১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করি। ১৯৯২ সালে শেরপুর মহিলা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ছাত্র মিলনায়তন সম্পাদক নির্বাচিত হই। ১৯৯৬ সালে আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হই। ২০০৮ সালে তৃণমূল্যের সিদ্ধান্তে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। ২০০৮ সালে সংরক্ষতি মহিলা আসনের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলাম। ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম।’
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের রাজনীতি ও জেলার বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত থেকে সাধারণ মানুষের সেবা করছেন। অসহায় নারীদের ভাগ্যোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। নির্যাতিত নারীদের আইনী সহায়তা প্রাপ্তিতে সহায়তা প্রদান ও এতিম মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার পাশাপাশি অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করেছেন তিনি। এছাড়া শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন সময়ে চোখের ছানী অপারেশনসহ মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করেছেন।’
এ নেত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও বাস্তবায়নের লক্ষ্যে এবং শেরপুর-৩ আসনের নির্বাচনী এলাকা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণকে আধুনিক ও উন্নত উপহার উপহার দিতে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নিজেকে একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা দিচ্ছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে তাকে মনোনয়ন দিবেন বলেও সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন জাতীয় মহিলা সংস্থা শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা।
সংবাদ সম্মেলনে শেরপুর আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মাহবুর রহমান সুজা, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর বেগম বিদ্যুৎ, সদস্য আয়শা সিদ্দিকা, নুসরাত জাহান টুম্পা, শেরপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, শেরপুর শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুন্নাহার সম্পা, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম সাথী, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমানসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।