একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের (নৌকা প্রতীক) নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ওই পথসভা অনুষ্ঠিত হয়। গৌরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠন যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় প্রার্থী একেএম ফজলুল হক চাঁন বলেন, ‘বিগত ১০ বছর সততা, স্বচ্ছতা, ন্যায়-নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি। স্বাধীনতার ৪৭ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন কাজ করছে, আর কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। আমি এ আসনে গত দশ বছরে প্রায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় প্রতীকে ভোট দেওযার আহব্বান করেন তিনি। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।