আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীরবদী) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে চান ঝিনাইগাতী উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এএসএম ওয়ারেজ নাইম। শনিবার (৯ জুন) উপজেলা আ.লীগের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আলোচনা সভায় এ কথা জানান তিনি।
তিনি বলেন,‘এ আসনটি আসলে আ’লীগের। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তর করেছে। আমরা উন্নয়নের মহাসড়কে আছি। ‘আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল সাংগঠনিক প্রস্তুতি গ্রহন করেছি। ইতিমধ্যেই ৬৩টি ওয়ার্ডের কমিটি অত্যন্ত শক্তিশালী অবস্থার মধ্যে দিয়ে তৈরী করেছি। এ উপজেলার ৭টি ইউনিয়নের সাংগঠনিক ভিত্ত্বি অত্যন্ত মজবুত। আমরা উপজেলা আ.লীগের কমিটি সুন্দর ভাবে সুসংগঠিত করেছি।’
এ নেতা বলেন, ‘আমি সাধারণ মানুষসহ সামাজিক সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছি। শ্রীরবদী উপজেলায় আমার বিচরণ ভালো। ওই উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি।’ ‘আমি ১৮বছর যাবত উপজেলা আ.লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। স্বাধীনতার পর থেকে এ আসন (ঝিনাইগাতী-শ্রীরবদী) থেকে ঝিনাইগাতী থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এবার নির্বাচনে সকল দিক বিবেচনা করে আমাকে মনোনয়ন দিলে আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে পারবো ইনশাল্লাহ।’
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।