আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন শেরপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মো. মিজানুর রহমান রাজা।
আজ (২৬ অক্টোবর) শুক্রবার দিনব্যাপী ঝিনাইগাতী ও শ্রীরবদী উপজেলার ঝিনাইগাতী সদর, কালিবাড়ি, তিনানী, ধানশাইল, গজরীপাড় এবং চাওলিয়া বাজারে এ গণসংযোগ ও পথসভা করেন। এসময় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেছেন এবং জনগণের কল্যাণে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করারও প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ১৫ জন। রাজা দীর্ঘদিন ধরেই এ আসনের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, পথসভা চালিয়ে যাচ্ছেন।