বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মধ্যে প্রচার ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মনোনয়নপ্রত্যাশী, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৭ অক্টোবর শনিবার দুপুরে এ শোভাযাত্রা বের হয়ে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রদক্ষিণ করে।
এসময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। তিনি বক্তব্যে বর্তমান সরকারের দৃশ্যমান নানা উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশকে আজ অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছেন, যা অতীতের কোনো সরকার পারেনি, তাই এই এদেশে অর্থনীতির চাকাকে আরো সচল করতে আগামী একাদশ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, এ আসনে আমাকে মনোনয়ন দিলে আপনাদের দোয়া, আশীর্বাদ ও সমর্থনে বিপুল ভোটে জয়ী হয়ে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো ইনশালাহ।
তিনি আরো বলেন, আমাকে আসনটিতে মনোনয়ন দেয়া হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবো। আমাকে মনোনয়ন দেয়া হলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ও কেকেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম প্রমুখ।
শোভাযাত্রায় শ্রীবরদী উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।