শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ৩৮ কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। গত অর্থবছরের শেষ দিকে শুরু হওয়া শেরপুর স্টেডিয়ামের সার্বিক উন্নয়ন কাজ ইতোমধ্যে শতকরা ৬৫ ভাগ সম্পন্ন হয়েছে।
নির্মাণ কাজ শেষ হলে এটি একটি পূর্ণাঙ্গ আধুনিক স্টেডিয়াম হিসেবে রূপলাভ করবে। গ্যালারির ধারণ ক্ষমতা হবে ১৬ হাজার। শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক ২৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের নির্মান কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি নির্মাণ কাজের গুনগত মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে স্থানীয়ভাবে নিয়মিত খেলাধুলা অনুষ্ঠানের পাশাপাশি ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান সরকার যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে দেশের প্রতিটি জেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে।
তারই ধারাবাহিকতায় শেরপুরে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মিত হচ্ছে। পরিদর্শনকালে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিট, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত সহ অন্যান্য কর্মকর্তারা তার সাথে ছিলেন।
জাতীয় ক্রীড়া পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জাতীয় ক্রীড়া পরিষদের তত্ববধানে এ নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
স্টেডিয়ামের এক হাজার ফুট নতুন গ্যালারি সম্প্রসারণ, ৪ তলা আধুনিক প্যাভিলিয়ন ভবন নির্মাণ, ইনডোর জিমনেসিয়াম, মাঠ সংস্কার, ফেন্সিং, সীমানা দেয়াল, ওয়াকওয়ে, ২টি গেইট নির্মাণ, টেনিস কোর্ট উন্নয়ন সহ ৪টি প্যাকেজের আওতায় স্টেডিয়ামের এ উন্নয়ন কাজ চলছে।
গত অর্থবছরের শেষদিকে শুরু হওয়া উন্নয়ন কাজ চলতি অর্থবছরে সম্পন্ন হবে এবং ইতোমধ্যে শতকরা ৬৫ ভাগ শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার তমা কনস্ট্রাকশন ও কে.এম এন্টারপ্রাইজ এসব উন্নয়ন কাজ করছে।