শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক তরুণীসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৫ মে) সকালে উপজেলার হারিয়াকোনা গ্রামের সীমান্তের ১০৯৫ পিলারের পাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বকুলিকান্দা গ্রামের সবুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৬), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে ফরহাদুল ইসলাম (২৩), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ওকন্দীপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে নাজিম উদ্দীন (২২), ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে জয় (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইটনা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে খাদিজা বেগম (২২)।
এছাড়া আটকদের সাথে থাকা ৩ জন কৌশলে পালিয়ে যায়।
এরা হচ্ছে শ্রীবরদী উপজেলার মেঘাদল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৩৪), বাবেলাকোনা গ্রামের রবিউল ইসলামের ছেলে দিলু মিয়া (২৫) ও চান্দাপাড়া গ্রামের আজহার ঘোপার ছেলে জিনু মিয়া (২৫)। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা, বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে এক তরুণীসহ ৮ জন যুবক শেরপুরের শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকা হারিয়াকোনা গ্রামে যায়। ওইসময় সীমান্তের ১০৯৫ পিলারের পাশে সন্দেহাতীতভাবে তাদের ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে বিজিবি। পরে জিজ্ঞাসাবাদে ভিন্ন ভিন্ন ঠিকানা হওয়ায় তাদেরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা জানায়, আটক রফিকুল ইসলামসহ স্থানীয়দের সাথে তারা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। তাদের মাধ্যমে এখানে তারা ঘুরতে এসেছিল। তবে আরেকটি সূত্র জানায়, তারা এ পথ দিয়ে চোরাইভাবে ভারতের একটি গার্মেন্টসে যাওয়ার জন্য এসেছিল।
৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. জাকির হোসেন বলেন, আমরা সংবাদ পেয়েছি তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। এ জন্য আমরা তাদেরকে আটক করেছি। তবে আরও ৩ জন তাদের সাথে ছিল। তারা কৌশলে পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।