সেবারমান আরো সহজ ও দ্রুত দিতে ময়মনসিংহ রেঞ্জের চার জেলার মধ্যে প্রথম ডিজিটাল কিউ মেশিন স্থাপন করা হয়েছে শেরপুর সদর থানায়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্মিত ডিউটি অফিসার কক্ষ ‘হৈমন্তী’ ও ডিজিটাল কিউ মেশিনের ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এসময় পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের চার জেলার মধ্যে শেরপুর জেলার সদর থানায় প্রথম ডিজিটাল কিউ মেশিনের মাধ্যমে জনগণের সেবার মান উন্নয়নে পুলিশী সেবাকে আরো গতিশীল করবে।
এছাড়াও তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সাংবাদিকদের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখা ডিবি (ওসি) মোঃ মোখলেছুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কিউ মেশিন উদ্বোধনী দিনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন নারী-পুরুষকে পুলিশী সেবা প্রদান করা হয়। এসময় এসব সেবা প্রার্থীরা ভোগান্তি ছাড়া সহজভাবে পুলিশি সেবা পাওয়া সন্তোষ প্রকাশ করেন। এর আগে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমকে অফিসারগণ সদর থানা প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা জানান।