শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) ইপিআই আলহাজ্ব একেএম ফারুক আহমেদ মারা গেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সদরের চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া গ্রামের মরহুম আনিস চেয়ারম্যানের ছেলে আলহাজ্ব একেএম ফারুক আহমেদ গতকাল ২৪ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে নিজ বাড়িতে মারা গেছেন।
ফারুক আহমেদ স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বিকেল তিনটায় ঐতিহ্যবাহী যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে আলহাজ্ব একেএম ফারুক আহমেদের মৃত্যুতে জেলা সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল রউফসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান রাব্বুল আলামিন উনাকে মাফ করে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন