শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ ১ নভেম্বর সকাল ১০ টায় শেরপুর শহরস্থ শহীদ সড়কের পাশে শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) এর মাধ্যমে ২.৯৭.৬৮.৫৭০ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট্য ভবনের দুটি তলায় ব্যবসা প্রতিষ্ঠান থাকবে। ভবনের নির্মাণ কাজ ২০২১সালের ৯ মার্চ শেষ হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
সে সময় শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সকল মুক্তিযোদ্ধাবৃন্দ,সহকারী কমিশনার ( ভুমি), শেরপুর জেলা আওয়ামীলীগের সাস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, হুইপ কণ্যা ডাঃ শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপিসহ অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।