পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)। শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞার কাছে দুপুর ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১৩ জন মনোনয়ন পত্র জমা দেন। এর পর থেকেই চলে যাচাই বাছাই। রবিবার (১৫ আগস্ট) বাছাই শেষে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মো. ইলিয়াস উদ্দিন হলফ নামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন এবং একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজ উদ্দিন মিনালের মনোনয়নপত্র বাতিল করে রির্টানিং কর্মকর্তা। এছাড়া আয়কর নথি চালু না থাকায় চেয়ারম্যান পদে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়। এদিকে ভাইস চেয়ারম্যান পদে আয়কর নথি চালু না থাকায় মো. আশরাফুল আলম মিজানের মনোনয়নপত্র বাতিল হয়। তবে মনোনয়নপত্র বাতিলকৃতরা জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তা বরাবর আপিল করতে পারবে।
নির্বাচনে বৈধ যারা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ বায়েযীদ হাছান।
ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র মো. জুলহাস উদ্দিন, মুহাম্মদ মনোয়ারুল ইসলাম, মো. আল হেলাল, মোহাম্মদ মোছা মিঞা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র সাবিহা জামান, শামীম আরা বেগম।
উল্লেখ্য, আগামী ১৪ই অক্টোবর শেরপুর সদর উপজেলা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মনোনয়ন বাছাই ১৫ই সেপ্টেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। এ উপজেলায় ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩লাখ ৬১হাজার ২৮২জন ভোটার ১৪০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।