শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাকিবুল ইসলাম রুপককে সভাপতি ও নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট (৬) ছয় সদস্য বিশিষ্ট একটি আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন শেরপুর জেলা ছাত্রলীগ সোমবার (১৫ জুলাই) জেলা ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি পদে আতিকুর রহমান ও রাশেদুল ইসলাম রিফাত, যুগ্ন সাধারন সম্পাদক পদে আরমান আলী, সাংগঠনিক সম্পাদক পদে খোকন রানাকে মনোনীত করা হয়। এ উপলক্ষে নব গঠিত কমিটির সভাপতি রুপক জানান, দীর্ঘ দিন পর সদর উপজেলা ছাত্রলীগের কমিটি তরুন নেতৃত্বের হাতে উঠে আসা আমাদের জন্য গর্বের। উপজেলা কমিটিগুলো যথাসময়ে না হওয়াতে তৃনমূলের মধ্যে যে ক্ষোভ ছিলো তা এখন আর নেই। উপজেলা ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ বিরাজ করছে। কমিটির পেইজটি অনলাইনে মাধ্যমে যখন নেতৃবৃন্দ দেখতে পায় সেসময় থেকেই শুভেচ্ছা ও অভিনন্দন এর প্রতিযোগিতা শুরু হয়। ১(এক)বছর মেয়াদী সদর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদনে বেশ কিছু দিনের মধ্যে সকল পর্যায়ের ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সম্পুর্ন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নের অগ্র যাত্রায় আজ বিশ্বের রোল মডেল হতে যাচ্ছে। নবগঠিত সদর উপজেলা ছাত্রলীগের কমিটির পক্ষ থেকে মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, সাধারন সম্পাদক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম উৎপল, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, সদর উপজেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি সাধারন সম্পাদক সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সুন্দর একটি কমিটি অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা ও কৃতঙ্গতা প্রকাশ করা হয়।