শেরপুরে সদর উপজেলা আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ঐতিহ্যবাহী জিকে উচ্চ বিদ্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর আলী সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ আসনের ৫ বারের নির্বাচিত সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি,কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ সভাপতি কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশা,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ।
এসময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সুব্রত দে ভানু,নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত , জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,সদর থানা ছাত্র লীগের সভাপতি ছায়েদুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হুইপ আতিক আসন্ন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামকে তৃণমূল আওয়ামীলীগের প্রার্থী হিসেবে পরিচয় করে দিয়ে বলেন, শেরপুর জেলা আওয়ামীলীগ সব সময়ের জন্য ঐক্যবদ্ধ। আসন্ন উপজেলা নির্বাচনে মানুষ বিপুল ভোটে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকেই বিজয়ী করবে ।
কারণ বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া এ উপজেলার সব জায়গায় লেগেছে। আমি ব্যক্তিগত ভাবে ৫ বারের এমপি হিসেবে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি । মানুষের সুখে দু:খে সেই উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে আজ পর্যন্ত পাশে আছি । মানুষ আমাকে ভালবাসে,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ভালবাসে । তাই নৌকা প্রতিক বরাবরের ন্যায় এখানেও বিজয়ী হবে।