জেলার সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার প্রত্যয়ে সদর উপজেলার ১৪ ইউনিয়নের ভিক্ষুকদের বাছাই কার্যক্রম শেষে আজ তাদের পূর্নবাসনের প্রক্রিয়া শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ দুপুরে শহরের উপজেলা পরিষদ চত্তরে ৩৯ জন ভিক্ষুককে ভ্যান গাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান মো. খোরশেদুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাতশালা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ,জেলা যুবলীগ সভাপতি ও কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, পাকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দর আলী সহ সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।