আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে শেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলিম রেজা।
সেলিম রেজা মোটরসাইকেল প্রতীক নিয়ে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় পথসভা-মতবিনিময় সভা, উঠান বৈঠকসহ নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
সেলিম বলেন জনগনের অধিকার প্রতিষ্ঠায় আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। ভোটাররা আমাকে সমর্থন জানিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকার সাধারন নারী পুরুষ সহ সর্বস্তরের ভোটাররা আমার গণসংযোগে অংশ নিচ্ছে। আমি ভোটারদের ব্যপক সাড়া পাচ্ছি।
সেলিম আরও বলেন, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ও যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে আল্লাহর রহমতে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো।