দলের প্রতি আনুগত্য প্রকাশ করে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শেরপুর সদর উপজেলার ২ নং চরশেরপুর ইউনিয়নের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন সুরুজ।
আজ ৩ নভেম্বর বুধবার দুপুরে অই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম মিল্টন মাস্টারের মা’র নামাজে জানাজা শেষে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে সুরুজ এ ঘোষণা দেন।
এ সময় শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান দুলালসহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা ও উভয়ের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন সুরুজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। তাই দলের প্রতি আনুগত্য প্রকাশ করে আমার ইউনিয়নবাসীর স্বার্থে নৌকার প্রার্থী মিল্টন ভাইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনি প্রচারণা থেকে নিজেকে সরিয়ে নিলাম।’
সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘সুরুজ সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকার প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আর এর ফলে নৌকার প্রার্থীর বিজয় অনেকটাই সুনিশ্চিত হলো। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে ২নং চরশেরপুর ইউনিয়নের নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।