শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে শেরপুর প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে ভেড়া বিতরণ করা হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রাণীসম্পদ বিভাগ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন সম্পন্ন হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়ন হবে। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্দেশ্যে আরও বলেন, গবাদী পশুগুলো আপনারা বিক্রি না করে বাড়ির আঙ্গিনায় লালন পালন করবেন। এতে করে আপনারা আর্থিকভাবে সাবলম্বী হবেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুল হক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলার সহকার কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কান্তি দত্ত ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কান্তি দত্ত জানান, শেরপুর সদরের ৩৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে ৭৪টি ভেড়া প্রদান করা হয়। এছাড়া নালিতাবাড়ী উপজেলায় ২৮৬ জনকে ৫৭২টি, ঝিনাইগাতীতে ১৯৯ জনকে ৩৯৪টি এবং শ্রীবরদীতে ৫৯ জনকে ১১৮টি ভেড়া ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এই প্রকল্পটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য চলমান থাকবে।