জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে শেরপুর শহর আওয়ামী লীগের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সুরুজ, আসাদুজ্জামান হুমায়ুন, জুলফিকার আলী, যুগ্ম- সাধারণ সম্পাদক মানিক দত্ত, রাজন সরকার, সাংগঠনিক সম্পাদক ইকরাম সেরিনিবাতসহ ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধরণ সম্পাদক ছাড়াও পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি চন্দন কুমার পাল বলেন, অাগে রাজনীতি করতো মেধাবীরা আর এখন রাজনীতি করে ধনী ব্যক্তিরা। এ ধারায় আমাদের পরিবর্তন আনা জরুরী।
এসময় ৭ই মার্চ উপলক্ষে প্রত্যেক ওয়ার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষণ প্রচার করাও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের কেন্দ্র ও জেলা ঘোষিত কর্মসূচী পালন করার আহব্বান রাখেন।