শেরপুর পৌর শহরের বাগরাকসা মহল্লার এলজিইডি অফিস সংলগ্ন এলাকায় দুই সন্তানের জননী ফাতেমা আক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মৃত ফাতেমা আক্তার তার বাবার বাড়ি নালিতাবাড়ি পৌরসভার ছিটপাড়া এলাকা থেকে তার স্বামী রফিকুল ইসলামের সাথে দেখা করার জন্য দুই সন্তানসহ সপ্তাহ খানেক আগে তার ফুফাতো বোন রুপালী আক্তারের ভাড়া বাসায় উঠেন। দুই দিন আগে তার স্বামী নগদ টাকা ও বাচ্চাদের পোশাক ক্রয় করে দেন। কিন্তু গতরাতে তার রহস্যজনক মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন হবে।