শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচন আজ ১৬ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ফুটবল প্রতিকের মো: ময়ফুল ৫০৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আনোয়ার হোসেন মোরগ প্রতিকে ভোট পেয়েছেন ৪২৬ টি । অন্য আরেক প্রার্থী মমতাজুদ্দিন তালা প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ২ টি । এখানে মোট ভোট রয়েছে ১ হাজার ৩৭২ জন এর মধ্যে পুরুষ ৬৮৭ এবং মহিলা ভোটার রয়েছে ৬৮৫ জন । এর মধ্যে ৯৫০ টি ভোট কাস্ট হলেও ১৪ টি ভোট নানা কারণে নষ্ট হয়েছে।
উল্লেখ্য যে, গত প্রায় ৪ মাস আগে ওই ওয়ার্ডের মেম্বার মনসুর আলী মারা যাওয়ার কারণে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। গড়পড়া এবং সুমির ডুরারপাড় এই দুই গ্রাম নিয়ে ৫নং ওয়ার্ড গঠিত। । গড় পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক মাত্র ভোট কেন্দ্রের ৪টি বুথে ভোটাররা ভোট দেন।
উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রনে এটাই শেরপুর জেলার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো।