’সেইভ দ্য এনভায়রনমেন্ট’ শ্লোগান নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুর রোটারী ক্লাবের আয়োজনে ০৯ জুলাই রবিবার ডাঃ সেকান্দর আলী কলেজে স্বাস্থ্য বিধি মেনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান মোঃ আতিউর রহমান আতিক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র রোটারিয়ান আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ও অপিও বৃক্ষেরোপণ করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, রোটারী ক্লাবের প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা পিএইচএফ, রোটারী ক্লাবের সেক্রেটারি সাদুজ্জামান সাদী পিএইচএফ, ক্লাব ট্রেইনার পিপি আলহ্বাজ মোঃ মাহবুবুর রহমান সুজা, এক্সিকিউটিভ সেক্রেটারি নাজমুল আলম, ভোকেশনাল সার্ভিস ডাইরেক্টর পিপি অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, চিফ সার্জেন্ট এট আর্মস পিপি মলয় চাকী, স্ট্যান্ডিং কমিটি চেয়ার ফাউন্ডেশন পিপি শরণ রায় পিএইচএফ, সার্জেন্ট এট আর্মস পিপি মনির উদ্দিন আহমেদ, রোটার্যাক্ট বিশাল সহ অন্যান্য রোটারিয়ান, রোটার্যাক্ট ও ইন্টার্যাক্টগণ।এছাড়া শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষকমন্ডলী, সুশীল সমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা জানান, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৫০০ বিভিন্ন প্রকার গাছের চারা বিভিন্ন কুম্যনিটিতে রোপণ ও বিতরণ করা হবে। বৃক্ষরোপণ শেষে উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ প্রজেক্টটির ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের সার্ভিস প্রজেক্ট কমিটি চেয়ার মলয় মোহন বল পিএইচএফ।