শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১ ডিসেম্বর মঙ্গলবার মুক্তিযোদ্ধা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে শহরের পুরাতন গরুহাটি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সংসদ সদস্য হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক প্রধান অতিথি এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি নুরুল ইসলাম হিরো, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউএনও ফিরোজ আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি।
পরে শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে উন্নতমানের শীতের কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিক এমপি’র জন্মদিবস হওয়ায় একইসাথে বর্ণিল কেক কাটা হয়।