বর্তমান সরকার দেশে নারী ও শিশু অধিকার সুরক্ষায় গুরুত্ব দেওয়ার কারণে দিন দিন পুলিশে মহিলাদের অন্তর্ভুক্তি বাড়ছে। এজন্য মহিলা পুলিশদের আবাসন, প্রশিক্ষণ ও নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরী হয়ে দাঁড়িয়েছে। নারী পুলিশদের পৃথক আবাসনের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও থানায় মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ করা হচ্ছে।
১ জানুয়ারি সোমবার সকালে শেরপুর পুলিশ লাইন্স কম্পাউন্ডে মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অতিরিক্ত আইজিপি মো. মোখলেছুর রহমান বিপিএম (বার) একথা বলেন। এসময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেরপুর পুলিশ লাইন্স চত্বরে ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যায়ে ৬ তলা ভিত্তির ওপর ৯ হাজার বর্গফুট আয়তনের ২ তলা মহিলা পুলিশ ব্যারাক ভবন নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত অধিদপ্তরের তত্বাবধানে ঢালি কনস্ট্রাকশন ঠিকাদারী কাজ বাস্তবায়ন করছে। পরে অতিরিক্ত জিআইজি নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ ব্যারাক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।