‘ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নিন’ এ শ্লোগানকে সামনে রেখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার উদ্যোগে বিশ^ হার্ট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে সজবরখিলাস্থ শেরপুর হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ। মপপশ বক্তব্য দেন কুমুদিনী মেডিকেল কলেজের কার্ডিওলজির অধ্যাপক ডা. রঞ্জন কে মজুমদার, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ। কর্মসূচীতে ফাউন্ডেশনের সদস্যসহ সূধীজনরা অংশগ্রহণ করে।