শেরপুর জেলা বিচার বিভাগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। ১৫ আগস্ট বুধবার সকালে জেলা জজ আদালত অঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এমএ নূর।
এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের নেতৃত্বে আইনজীবীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়া জেলা আইনজীবী সহকারী সমিতি, কোর্ট পুলিশসহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসির কর্মকর্তা-কর্মচারীদের তরফ থেকেও পৃথকভাবে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।