শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীকে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (১৫ জানুয়ারি) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক ইকবাল মাহমুদ এ আদেশ দেন।
গত ২ জানুয়ারি সদর উপজেলার হরিণধরা জংগলদি এলাকায় ভোটবিরোধী লিফলেট বিতরণের সময় শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ মোট ৮ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়।
মামলার এজাহার সূত্রে পুলিশের দাবি, ঘটনার সময় ককটেল ছোড়া হয় এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশ বাদী হয়ে শেরপুর সদয় থানায় ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/৩৪ ধারায় মামলা দায়ের করে এবং অধিকতর তদন্তের জন্য আদালতের কাছে ১০ দিন রিমান্ড চেয়ে হযরত আলীকে আদালতে হাজির করে। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালত এই আদেশ দেন। মঙ্গলবার থেকে আগামী ৭ দিনের মধ্যে যেকোনো ৩ দিন পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।