“অরণ্যই মুক্তি, মুক্ত ডানার” এই স্লোগানে শেরপুরে দিনব্যাপী কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর বার্ড ক্লাবের আয়োজনে শেরপুর প্রেসক্লাব মিলানায়তনে শুক্রবার (২ আগস্ট) দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পরিবেশ রক্ষায় পাখির ভূমিকা, নির্বিচারে পাখি শিকার বন্ধে করনীয়, পাখির পারিবার নির্ধারন, পরিচিতি, পাখির বৈশিষ্ট, এনাটমি, বিলুপ্তপ্রায় পাখি রক্ষা ও অনুসন্ধান এবং পাখির চিত্রধারন সম্পর্কে সম্যক ধারনা তুলে ধরা হয়। এসময় শেরপুর বার্ড ক্লাবের সদস্যগণ ছাড়াও সাংবাদিকবৃন্দ ও সুধীজন কর্মশালায় উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় শেরপুর বার্ড ক্লাবের সভাপতি সুজয় মালাকারের সভাপতিত্বে আগত পাখি বিশারদ ইনাম আল হক ও কাজী আহমেদ হুসাইন এর সাথে প্রেস ক্লাবে স্থানীয়সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শেরপুর বার্ড ক্লাবের সাধারন সম্পাদক শহীদুজ্জামান সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।