শেরপুর প্রেসক্লাব লাইব্রেরিতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার পক্ষ থেকে বই প্রদান করা হয়েছে।
২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটি কবি-সাহিত্যিকদের লেখা ৪০টি বই প্রেসক্লাব লাইব্রেরিতে প্রদান করা হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, গাঙচিল উপদেষ্টা শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আখতারুজ্জামান ও কবি রোজিনা তাসমীন।
এসময় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জি এম বাবুল, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, রেদওয়ানুল হক আবীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফুর রহমান ফকির, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ এবং গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দের মধ্যে কবি রাবিউল ইসলাম, কবি হাসান শারাফত, ছাড়াকার আশরাফ আলী চারু, কবি এমএইচ মুকুল, কবি আজাদ সরকার, সাংবাদিক কাজি মাসুম, শারমিন রাকা প্রমূখ উপস্থিত ছিলেন।
বই বিতরন অনুষ্ঠান শেষে শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এটি এম জাকির হোসেন আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।