শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি মো: শরিফুর রহমানের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেলা প্রেসক্লাব ভবনে “শেরপুর ইয়ুথ রিপোর্টার্স ক্লাব”র আয়োজনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেরপুর ইয়ুথ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি ও চ্যানেল এস’র জেলা প্রতিনিধি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক পত্রিকার নির্বাহী সম্পাদক ইউসুফ আলী রবিন, সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, সাংগঠনিক সম্পাদক ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভয়েস টিভির জেলা প্রতিনিধি মো: নাঈম ইসলাম, দপ্তর সম্পাদক ও শেরপুর মেইল টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিনিধি রয়িস উদ্দিন আহমেদ হৃদয়, সদস্য ইমদাদুল হক রিপন, সদস্য আমিনুল ইসলাম রাজু, রাজিব আহমেদ প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন শেরপুর ইয়ুথ রিপোর্টার্স ক্লাব’র ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মাওলানা মিনহাজ উদ্দিন।উল্লেখ্য, প্রেসক্লাব সভাপতি মো: শরিফুর রহমান এক সপ্তাহ থেকে বিভিন্ন রোগে ভোগছিলেন। শারীরিক অবস্থা অবনতি হলে গত রবিবারে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।