আজ (৩০ অক্টোবর) শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক চলতি খবরের সম্পাদক-প্রকাশক, জেলা আইনজীবী সমিতি ও শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এটিএম জাকির হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী ।
২০২০ সালের এই দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এটিএম জাকির হোসেনের মৃত্যুবার্ষিকীতে পারিবারিক উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানসহ কবর জিয়ারত করা হয়েছে।
শেরপুরের সাহিত্য-সংস্কৃতি ও নাট্যাঙ্গনসহ সামাজিক অঙ্গনে এক সময়ে আলোড়িত এটিএম জাকির হোসেন সাহসী সাংবাদিকতার পাশাপাশি আইন পেশায় ছিলেন একজন পরিচ্ছন্ন ব্যক্তি।